Cart

Your Cart is Empty

Back To Shop

Cart

Your Cart is Empty

Back To Shop

Refund and Returns Policy


রিফান্ড ও রিটার্ন নীতি (Refund & Returns Policy)

আমরা চাই আপনি আমাদের পণ্যে ১০০% সন্তুষ্ট থাকুন। যদি কোনো কারণে আপনি অর্ডারকৃত পণ্য নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে নিচের নীতিমালা অনুযায়ী আপনি রিটার্ন বা রিফান্ডের অনুরোধ করতে পারেন।

১. রিটার্নের শর্তাবলী:

পণ্যটি রিসিভ করার পর ভুল পণ্য, সাইজ বা ত্রুটিযুক্ত হলে সেই সময়ই ডেলিভারি ম্যান এর সামনে রিটার্ন এর আবেদন করতে হবে । আমাদের দেওয়া WhatsApp নাম্বারে.!

পণ্য অবশ্যই অপরিহার্যভাবে অপ্রস্তুত, অপ্রযুক্ত এবং অক্ষত অবস্থায় থাকতে হবে।

পোশাক বা ফ্যাশন আইটেমের ক্ষেত্রে ট্যাগ ও প্যাকেজিং থাকতে হবে।

নিম্নলিখিত পণ্যসমূহ রিটার্নযোগ্য নয়:

ব্যবহৃত বা ধোয়া পণ্য

সেল বা ডিসকাউন্টে কেনা পণ্য

২. রিফান্ডের নীতিমালা:

রিটার্নকৃত পণ্য যাচাই করার পর যদি এটি আমাদের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে:

আপনি চাইলে রিফান্ড পেতে পারেন (বিকাশ/নগদ/ব্যাংকে)

অথবা স্টোর ক্রেডিট নিতে পারেন পরবর্তী কেনাকাটার জন্য

রিফান্ড প্রসেস হতে পারে ৭-১০ কার্যদিবস পর্যন্ত

৩. রিটার্ন প্রক্রিয়া:

  1. আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করুন:
    📞 ফোন: 8801338648804 /WhatsApp – 8801338648804
    📧 ইমেইল: support@younic.shop
  2. আপনার অর্ডার নম্বর, সমস্যার বিবরণ ও পণ্যের ছবি দিন
  3. অনুমোদন পাওয়ার পর, পণ্যটি আমাদের নির্দিষ্ট ঠিকানায় ফেরত পাঠান

৪. ডেলিভারি চার্জ:

ভুল/ড্যামেজড পণ্য পাঠানো হলে ডেলিভারি চার্জ আমরা বহন করব

অন্য কোনো কারণে রিটার্ন হলে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে

৫. পণ্য এক্সচেঞ্জ:

আমরা এক্সচেঞ্জ সেবা দিচ্ছি যদি স্টকে আপনার পছন্দের সাইজ/কালার থাকে। এক্সচেঞ্জের ক্ষেত্রেও উপরের রিটার্ন শর্ত প্রযোজ্য।


আমাদের নীতিমালা পরিবর্তিত হতে পারে। তাই অর্ডার করার পূর্বে এই নীতিমালা পড়ে নেয়া অনুরোধ করা হচ্ছে।

Cart

Your Cart is Empty

Back To Shop